রাজ্য বিভাগে ফিরে যান

এবার দিঘায় চালু হতে চলেছে ডবল ডেকার বাস পরিষেবা

August 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিছুদিনের মধ্যেই বিলাসবহুল প্রমোদতরী পরিষেবা চালু করতে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ক্রুজ পরিষেবার পাশাপাশি দিঘায় বিলাসবহুল বাস পরিষেবার পরিকল্পনা চলছে।

পিপিপি মডেলে চালু হবে বাস পরিষেবা। হোটেল থেকে পর্যটকদের প্রমোদতরী ছাড়বার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ডবল ডেকার বাস চালু করা হবে। ট্রায়াল রানের জন্যে এই বাস রাস্তায় নামানো হয়েছে। ট্রায়াল রান সফল হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দিঘাকে সুন্দর করে তোলার জন্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন চকচকে রাস্তা, আধুনিক পার্ক, বিনোদনের পরিবেশের সঙ্গে এবার নতুন পালক রূপে ডবল ডেকার বাস পরিষেবাও চালু হবে। প্রমোদ তরীর যাত্রীদের নিয়ে আসা ও যাওয়ার জন্য এ পরিষেবা চালু করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Double Decker Buses, #tourists, #Digha, #Digha Tourism

আরো দেখুন