রাজ্য বিভাগে ফিরে যান

মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছাত্রীদের! ধরা পড়তেই চরম শাস্তি

August 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার, নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়ে ধরা পড়ল একদল ছাত্রী। ঘটনাটি ঘটেছে সিউড়ির বেণীমাধব স্কুলে। পরীক্ষা দিতে আসা ছাত্রীদের মধ্যে কেউ পায়ের জুতো কেটে মোবাইল ভরে রেখেছিল আবার বেশ কয়েকজন জুতোর মধ্যে মোবাইল নিয়ে হলে ঢোকে বলে অভিযোগ ওঠে।

পরীক্ষা শুরুর পর থেকেই তাঁদের গতিবিধি দেখে সন্দেহ বাড়তে থাকে পরীক্ষকদের। পরীক্ষকদের নজরে আসে একদল ছাত্রী জুতোর মধ্যে মোবাইল ফোন লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে। ধরা পড়তেই তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। জানা গিয়েছে, মোট ১২ জনের পরীক্ষা বাতিল হয়েছে। তারা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টরে চেক করা হয়েছিল। কী করে মোবাইল ফোন নিয়ে ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকল? উঠছে প্রশ্ন।

মালদহের অক্রুরমনি হাইস্কুল আসবে পরীক্ষা চলাকালীন ৪১টি মোবাইল উদ্ধার হয়। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#exams, #Nursing Candidates, #students

আরো দেখুন