জানেন কি ডুরান্ড জয়ীদের তিনটি ট্রফি দেওয়া হয়?

ডুরান্ড জয়ী দলকে তিনটি ট্রফি দেওয়া হয়। ট্রফি তিনটি হল, প্রেসিডেন্টস কাপ, সিমলা কাপ এবং ডুরান্ড কাপ।

August 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট হল ডুরান্ড কাপ। এশিয়া তথা পৃথিবীর অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা এটি। ডুরান্ড জয়ী দলকে তিনটি ট্রফি দেওয়া হয়। ট্রফি তিনটি হল, প্রেসিডেন্টস কাপ, সিমলা কাপ এবং ডুরান্ড কাপ।

প্রেসিডেন্টস কাপ- এই ট্রফিটি দেওয়া হয় ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদের নামে। আগে ভাইসরয়দের নামে দেওয়া হয়। তখন নাম ছিল ভাইসরয় কাপ। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম বার দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট কাপ।

সিমলা কাপ- ১৮৮৮ থেকে ১৯৪০ সাল অবধি সিমলায় অনুষ্ঠিত হত এই টুর্নামেন্ট। এরপর দিল্লিতে স্থানান্তরিত হয়। ১৯০৪ সালে প্রথম বার সিমলা কাপ দেওয়া হয়। এরপর থেকে নিয়মিতভাবেই দেওয়া হচ্ছে এই ট্রফি।

ডুরান্ড কাপ- ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ১৯৬৫ সাল থেকে দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen