বিজেপি নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি! সোমবার রাতে নোয়াপাড়া মণ্ডল ১-এ দলীয় প্রার্থী অর্জুন সিংয়ে পরাজয় নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের নেতৃত্ব সহ বুথস্তরের নেতা-কর্মীরা। বৈঠক চলাকালীন আচমকা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নানা কটুক্তি, গালিগালাজ শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ওয়ার্ডে হেরেছেন, এমনকী বুথেও হেরেছেন। পরিস্থিতি এমন হয় যে, তাঁকে লক্ষ্য করে চেয়ার ছোঁড়ার ঘটনাও ঘটে।
বিষয়টি স্বীকার করে নিয়েছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, লোকসভা নির্বাচন নিয়ে সাংগঠনিক স্তরে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। গত দিনের আলোচনায় পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যাঁরা এই বিশৃঙ্খলা করছেন, সাংগঠনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।