ঝাড়গ্রামের মানুষকে মুখ্যমন্ত্রী উপহার দেবেন ৩০০ কোটি টাকা বেশি মূল্যের প্রকল্প
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের জেলা সফরে বের হবেন বাংলার মুখ্য়মন্ত্রী। এবার লোকসভা ভোটে মোটের উপর ভালো ফল করেছে তৃণমূল। উত্তরবঙ্গে ধাক্কা খেলেও জঙ্গলমহলে ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর এবার সেই জঙ্গলমহল দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্য়মন্ত্রী। ৯ অগস্ট আদিবাসী দিবসকে কেন্দ্র করে দুদিনের জন্য জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সরাসরি প্রশাসনিক বৈঠক ঠিক নয়। মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের স্টেডিয়ামে।
৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন প্রতিটি জেলার প্রতিনিধিরা। জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে মন্ত্রী-বিধায়করা যুক্ত থাকবেন ভার্চুয়াল মাধ্যমে। আর ঝাড়গ্রাম থেকেই এক-একটি জেলা ধরে পরিষেবা প্রদানের কথা রয়েছে। তবে, গোটা রাজ্যের জন্য এদিনের অনুষ্ঠান থেকে কত টাকার পরিষেবা দেওয়া হবে, চলছে তার অঙ্ক কষা। তবে মোটামুটিভাবে শুধুমাত্র ঝাড়গ্রামের জন্য মুখ্যমন্ত্রী প্রায় ১২০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং ১৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রামের নবনির্মিত নিজস্ব জেলাশাসকের অফিস ভবন, একাধিক হেলথ সেন্টার, রাস্তা, কমিউনিটি সেন্টার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। রাজ্যের এক আধিকারিক জানান, বিভিন্ন পরিষেবার উপভোক্তা তালিকা তৈরি তৈরিই ছিল। কিন্তু নির্বাচনী বিধিনিষেধের কারণে কিছু পরিষেবা তখন দেওয়া যায়নি। পুরনো তালিকায়, নির্বাচন মেটার পরেও কিছু উপভোক্তার নাম যোগ হয়েছে। আবার শিলান্যাস এবং উদ্বোধনের জন্য একাধিক প্রকল্প তৈরিও রয়েছে। ফলে আর দেরি না করে ঝাড়গ্রাম থেকেই তা রাজ্যের মানুষকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী।