মোবাইল ফোন আপডেট করাচ্ছেন? পাতা হচ্ছে প্রতারণার নয়া ফাঁদ

কিছু না-বুঝেই রেজাউল ক্লিক করেন। কিছুক্ষণ পরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।

August 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্যনতুন ফাঁদ পাতছেন প্রতারকরা। মোবাইল ফোন আপডেটের নাম করে প্রায় ছ’লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন দেগঙ্গার রেজাউল ইসলাম। দেগঙ্গার দোগাছিয়ার রেজাউলের কাছে ১৬ জুলাই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, বিদ্যুৎ দপ্তর থেকে বলছি। অনলাইনে বিল মেটানোর কথা বলতেই প্রতারকরা বলে, ফোন আপডেট করাতে হবে। খরচ হবে মাত্র ১৩ টাকা। অনলাইনে ফোন আপডেট করাতে হবে, না-হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। রেজাউলের ফোনে একটি এসএমএস আসে। কিছু না-বুঝেই রেজাউল ক্লিক করেন। কিছুক্ষণ পরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ফোনের সিমকার্ড নো-সার্ভিস মোডে চলে যায়। চলতি মাসের ১ ও ২ তারিখ ফের আরও ৪ লক্ষ ৬৫ হাজার টাকা খোয়া যায়। থানা, ব্যাঙ্কে গিয়েও সুরাহা হয়নি। বুধবার রেজাউল বারাসত সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen