রাজ্য বিভাগে ফিরে যান

ভোটে জিতেই প্রতিশ্রুতি পূরণে ঝাঁপালেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক

August 9, 2024 | < 1 min read

মধুপর্ণা ঠাকুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিশ্রুতি পূরণ করলেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বুধবার, ৪.৯৬ কিমি রাস্তার শিলান্যাস করেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং উত্তর ২৪ পরগণার জেলা-সভাধিপতি নারায়ণ গোস্বামী। রাস্তার কাজ আরম্ভ হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের ২৫ দিনের মধ্যে বাগদায় উন্নয়নের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুব খুশি। বাগদা উপ-নির্বাচনের আগে প্রচারে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরও প্রতিশ্রুতি দিয়েছিলেন বাগদাবাসী তাঁকে আশীর্বাদ করলে, ঘরের মেয়ের মতোই বাগদার উন্নয়নে ব্রতী হবেন তিনি।

জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের কাজ শুরু হল। বাগদা পঞ্চায়েত সমিতির সাগরপুর থেকে নরসিংহখোলা পর্যন্ত ৪.৯৬ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের শিলান্যাস হল। রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩৬৭.৩৩ লক্ষ টাকা। বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, নির্বাচনের আগে বাগদার মানুষকে তিনি কথা দিয়েছিলেন, জয় পেলে প্রথমেই বাগদার রাস্তাঘাটের উন্নয়ন করবেন। মানুষ খুব সমস্যার মধ্যে দিয়ে চলাচল করত। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মানুষের উন্নয়নে কাজ করতে পেরে খুশি তিনি। কেবল রাস্তা নয়, বাগদায় আরও ৪৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। সব মিলিয়ে ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Road, #development, #bagda, #Madhuparna Thakur

আরো দেখুন