দেশ বিভাগে ফিরে যান

একই কায়দায় একের পর এক খুন, সিরিয়াল কিলারের ভয়ে আতঙ্কিত উত্তরপ্রদেশ

August 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরপর খুন, একই কায়দায় খুন, ‘সিরিয়াল কিলিং’য়ের আতঙ্কে গ্রাস করেছে গোটা উত্তরপ্রদেশকে।


এক বছর ১ মাসের মধ্যে সব মিলিয়ে ৯টি খুন হয়েছে এখনও পর্যন্ত। খুন হচ্ছেন একই বয়সের মহিলারা। খুন হওয়া মহিলাদের বয়স ৪০ থেকে ৬৫ বছরের মধ্যে।

বরেলির সীমান্তবর্তী শাহী, শীষগড় ও শেরগড় থানা এলাকায় সিরিয়াল কিলার আতঙ্ক দেখা দিয়েছে। মহিলাদের পরনের শাড়ি দিয়েই গলায় পেঁচিয়ে খুন করা হচ্ছে। গত বছরের জুনে তিনটি খুনের ঘটনা ঘটে। তারপর জুলাই, আগস্ট ও অক্টোবরে একটি করে ও নভেম্বরে দুটি খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশ ও অতিরিক্ত বাহিনী ১৪টি দলে ভাগ হয়ে নজরদারি চালাচ্ছে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, যেসব এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর পুলিশ সন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ করেছে। স্থানীয়দের কাছে ওই ব্যক্তিদের বিষয়ে কোনও তথ্য থাকলে অবিলম্বে তা প্রকাশ করতে বলা হয়েছে। চেক পয়েন্ট গড়ে যানবাহন চেকিংয়ের জন্য থামানো হচ্ছে। গ্রামে গ্রামে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Murders, #Women, #Uttar Pradesh, #serial killer, #Serial killing, #Serial killers

আরো দেখুন