রাজ্য বিভাগে ফিরে যান

তাঁতের শাড়ি নয়, সংসার চালানোর তাগিদে এখন মাছ ধরার জাল তৈরি করছেন নদীয়ার তন্তুবায়রা

August 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গবার চর সংলগ্ন এলাকায় রয়েছে একটি ছোট্ট বাজার, আর সেখানে মাছ তৈরির জালের পসরা সাজিয়ে বসেছে তাঁত শিল্পীরা। তাদের কথায়, একটা সময় শান্তিপুরের একমাত্র কর্মসংস্থান ছিল তাঁতশিল্পের উপর নির্ভরশীল, কিন্তু সময়ের পরিবর্তনে ছন্দ পরিবর্তন হয়, বর্তমান সময়ে আর তাঁত শিল্পের উপরে ঝোঁক নেই নতুন প্রজন্মের, বিভিন্ন রাজ্যের শাড়ির চাহিদা বেশি হওয়ায় এখন প্রায় ধ্বংসের মুখে শান্তিপুরের তাঁত শিল্প।

তাই সংসার চালানোর তাগিদে মাছ ধরার জাল তৈরির কাজ বেছে নিয়েছেন নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গবার চর এলাকার তন্তুবায়রা। ভরা বর্ষায় নদীতে মাছ ধরার হিড়িক পড়েছে। বরাত বাড়ছে মাছ ধরার জালের।তাই চাহিদা মেটাতে শান্তিপুরের বেলঘড়ির গবারচরের তন্তুবায়রা তৈরি করছেন জাল। জালের পসরা সাজিয়ে বসেছেন তাঁতিরা। আশা,মরা গাঙে বানের মতোই এবার তাঁদের আয়ে জোয়ার আসবে। মন্দা কেটে গিয়ে তাঁত শিল্প ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন তাঁতিরা।

জাল তৈরির অর্ডার বেড়ে যাওয়ায় তাঁদের রোজগারের জোয়ার আসবে বলে আশা করছেন তন্তুবায় শিল্পীরা।আগে যেখানে ২৫০ থেকে ৩০০টাকা রোজগার হত,এখন সেখানে উপার্জন বেশ কিছুটা বেড়ে গেছে।শিল্পীদের টানাটানির সংসারে এবার লক্ষ্মীলাভ বাড়বে বলে আশা তাঁতিদের। অনলাইনে অর্ডার বেড়ে যাওয়ায় বিপণনের দরজা খুলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tantubay, #Fish nets, #West Bengal, #Nadia, #fisherman

আরো দেখুন