Paris Olympics 2024: আয়োজক দেশ ফ্রান্সকে হারিয়ে ফুটবলে সোনা স্পেনের
১৯৯২ সালে বার্সেলোনা গেমসে শেষবার সোনা জিতেছিল স্পেন, ফের ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল তারা।
August 10, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েক মাস আগেই ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তাক লাগিয়েছিল ইয়ামিন লামালদের খেলা, এবার অলিম্পিক্সেও সোনা জিতল সেই স্পেনই। ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক্স চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ক্যামেলোর জোড়া গোল গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেয়, ৫-৩ গোলে ম্যাচ জিতে ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জেতে স্পেন। বিরতিতে ৩-১ এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধে দু’গোল খেয়ে যায়। অতিরিক্ত সময়ে আরও দু’টি গোল করে সোনা জয় নিশ্চিত করে। ১৯৯২ সালে বার্সেলোনা গেমসে শেষবার সোনা জিতেছিল স্পেন, ফের ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল তারা।