দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে বাংলাদেশি সন্দেহে বস্তিতে আগুন, ভাঙচুর, গ্রেপ্তার হিন্দু রক্ষা দলের সভাপতি

August 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশে এখনও শান্তি ফেরেনি। উত্তাল পরিস্থিতির আঁচ পড়েছে ভারতেও। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভয়ঙ্কর কাণ্ড ঘটল। হিন্দু রক্ষা দলের দশ-পনের জন সদস্য শনিবার গাজিয়াবাদ রেলস্টেশনের কাছে এক বস্তিতে চড়াও হয়। বস্তির বাসিন্দাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়েই ভাঙচুর চালায় হিন্দু রক্ষা দল। একের পর এক ঝুপড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে।

গাজিয়াবাদের মধুবন বাপুধাম এলাকার ফাঁকা মাঠে গড়ে ওঠা বস্তিতে শনিবার হঠাৎ করেই চড়াও হয় হিন্দু রক্ষা দল। দাবি করা হয়, বাংলাদেশে অশান্তির পরই বহু মানুষ এ দেশে ঢুকে পড়েছে। তারা বস্তিতে আশ্রয় নিয়েছে। এরপরই ভাঙচুর শুরু হয়। আগুনও ধরিয়ে দেওয়া হয় ঝুপড়িতে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

অভিযুক্ত হিন্দু রক্ষা দলের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-র ১৯১(২), ৩৫৪, ১১৫ (২), ১১৭(৪), ২৯৯, ৩২৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বস্তির বাসিন্দারা বাংলাদেশি নন, ভিন রাজ্যের বাসিন্দা। হিন্দু রক্ষা দলের সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং বাদল ওরফে হরি ওম সিংকে গ্রেপ্তার করা মাধবী বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #Fire, #Uttar Pradesh

আরো দেখুন