আগামী শিক্ষাবর্ষের শুরুতেই স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ রাজ্যের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিন বছর ধরে রাজ্য স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে এক জোড়া স্কুল ইউনিফর্ম দিচ্ছে। প্রতিবারই দেখা যায়, শিক্ষাবর্ষের অর্ধেক শেষ তারপর পোশাক হাতে পাচ্ছে পড়ুয়ারা। অভিভাবকদের মধ্যে এ নিয়ে অসন্তোষও রয়েছে। আগামী বছর থেকে শিক্ষাবর্ষের প্রথমেই পড়ুয়াদের হাতে অন্তত এক সেট ইউনিফর্ম তুলে দিতে চাইছে রাজ্য। চলতি বছরের অক্টোবর থেকে ইউনিফর্ম তৈরির কাপড় সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে পঞ্চায়েত দপ্তর। জানুয়ারি মাসে স্কুল খুললেই নতুন বইয়ের সঙ্গে সঙ্গে যাতে নতুন পোশাকও পেয়ে যায় ছাত্রছাত্রীরা, এমনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছর, একটি সেট করে ইউনিফর্মের অনেক জেলার পড়ুয়াদের দেওয়া হয়েছে। কিছু জেলায় বাকি এখনও। দ্বিতীয় সেটের বণ্টন প্রক্রিয়া বাকি রয়েছে অধিকাংশ স্কুলেই।
পঞ্চায়েত দপ্তরের নির্দেশ, চলতি মাসের মধ্যেই ইউনিফর্ম বিলির কাজ শেষ করতে হবে। রিপোর্ট বলছে, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে প্রথম সেটের ইউনিফর্ম বণ্টন প্রক্রিয়া অনেকটাই বাকি। সবচেয়ে পিছিয়ে রয়েছে কলকাতা। কলকাতা জেলার ক্ষেত্রে কাপড় কাটা ও সেলাইয়ের কাজই এখনও শেষ হয়নি। মাত্র ১২ শতাংশ পড়ুয়ার হাতে এক সেট ইউনিফর্ম তুলে দেওয়া সম্ভভ হয়েছে বলে খবর। অন্যদিকে, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরে সব পড়ুয়া এক সেট করে পোশাক পেয়ে গিয়েছে। বেশিরভাগ জেলাতেই দ্বিতীয় সেট বিলি করার কাজ বাকি। এবারের পোশাক বিলির কাজ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশাবাদী পঞ্চায়েত দপ্তর।