দেশ বিভাগে ফিরে যান

পাখির চোখ চার রাজ্যের বিধানসভা ভোট, INDIA-কে মজবুত করতে তৎপর জোড়াফুল

August 12, 2024 | < 1 min read

INDIA-কে মজবুত করতে তৎপর জোড়াফুল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোর ধাক্কা খেয়েছে। এবার চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে কোমর বেঁধে নামছে ইন্ডিয়া জোটের শরিকরা। তৈরি তৃণমূলও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়ে ঘোষণা করেছেন, তিনি আবার মুম্বই যাবেন। উদ্ধবের হয়ে ভোটে প্রচার করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছে, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে।

লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা গিয়েছে, সংসদের ভিতরে ও বাইরে বিজেপিকে নানা ইস্যুতে একযোগে আক্রমণ করছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী দলগুলি। ‘ইন্ডিয়া’ জোট শরিকদের মধ্যে সমন্বয়ের ছবি দেখা যাচ্ছে। ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নানান বিষয়ে আলাপ-আলোচনা করে আন্দোলনের রূপরেখা ঠিক করছেন। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে সম্পর্ক ক্রমশ মধুর ও দৃঢ় হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, কংগ্রেসও বুঝতে পেরেছে, দেশের তৃতীয় বৃহত্তম দল তৃণমূল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বাংলায় বারবার বিজেপিকে হারাচ্ছে তৃণমূল। আগামী দিনে দেশের মানুষের স্বার্থে ‘ইন্ডিয়া’ জোটকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে তৃণমূল। জুলাই মাসে দেশের ১৩টি বিধানসভা উপ নির্বাচনে ১০টিতে জয় পায় ‘ইন্ডিয়া’ জোট। বাংলায় ৪টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। তৃণমূল চাইছে, আসন রফা দ্রুত সেরে ফেলে আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে ঝাঁপাক ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Assembly Elections, #Uddhav Thackeray, #INDIA alliance

আরো দেখুন