আর জি কর-কাণ্ডে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি সৌরভের

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভেরি আনফরচুনেট। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। ইটস টেরিবল।’

August 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর-কাণ্ড সমাজের সর্বস্তরের মানুষকে নাড়িয়ে দিয়েছে। এবার আর জি কর-কাণ্ডে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলে রাজারহাটের সিটি সেন্টার-২ এ এক অনুষ্ঠানে এসেছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভেরি আনফরচুনেট। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। ইটস টেরিবল।’

রাজ্যে মেয়েদের নিরাপত্তা প্রশ্নে তাঁর মত, একটা ঘটনা দিয়ে নিরাপদ না, মনে করাটা ঠিক নয়। পৃথিবীর সব জায়গায় এরকম দুর্ঘর্টনা হয়। এটা দুর্ভাগ্য। ভারতে ও পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে। পশ্চিমবঙ্গ গ্রেট স্টেট। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেওয়া দরকার। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম তৈরি রাখার কথাও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen