← দেশ বিভাগে ফিরে যান
শীর্ষ আদালতের অধীনে তদন্ত, SIT ও JPC গঠনের দাবিতে সরব তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: CAG রিপোর্ট থেকে পেগাসাস, রাফায়েল থেকে হিন্ডেনবার্গ রিপোর্ট বারবার সত্য সামনে আনার জন্য সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত তদন্তের দাবি করে এসেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ফের এক বোমা ফাটিয়েছেন হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, সেবি কর্তার সঙ্গে আদানি গোষ্ঠীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই আবহে সিট গঠনের দাবি জানাচ্ছে তৃণমূল।
একই সঙ্গে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মাধ্যমেও তদন্তের দাবিতে সরব জোড়া ফুল শিবির। তৃণমূলের আরও অভিযোগ, ২০২৪-র জুনের আগে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্ত নিরর্থক ছিল, কারণে বিজেপি গোটা সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচনের পর পরিস্থিতি বদলেছে। এখন বিরোধীরা অনেক শক্তিশালী। সংসদে বিজেপিরা অনেকটাই ‘ব্যাকফুটে’। সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত তদন্ত ও জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্ত, দুই-ই চাইছে তৃণমূল।