পুজোর আগেই পর্যটনকেন্দ্র রূপে আত্মপ্রকাশ পশ্চিম বর্ধমানের একমাত্র উষ্ণ প্রস্রবনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটক টানতে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ বারাবনি থানার পানিফলার উষ্ণ প্রস্রবনকে কেন্দ্র করে একাধিক উন্নয়ন প্রকল্প নিয়েছে। কটেজ, আড্ডা জোন তৈরি করা হচ্ছে। অত্যাধুনিক কাফেটেরিয়া বানানো হচ্ছে। রাস্তা সাজানো হচ্ছে। পুজোর আগেই পর্যটনক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করবে বারাবনি।
জেলা পরিষদ সূত্রে খবর, দেড় কোটি টাকা ব্যয়ে পানিফলা পর্যটনক্ষেত্রটি সাজিয়ে তোলা হচ্ছে। বারাবনি ব্লকে রয়েছে উষ্ণ প্রস্রবনটি। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে প্রস্রবনটিকে ঘিরে। উষ্ণ প্রস্রবনের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে স্থানীয় নদী জোড়। পর্যটন ক্ষেত্রটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। কয়েকটি স্টল তৈরি করা হয়েছে। ব্যবসায়ীরা নানা সামগ্রীর দোকান করতে পারবেন সেখানে। পাশাপাশি উষ্ণ প্রস্রবন রক্ষণাবেক্ষণের খরচ উঠে আসবে।
কাফেটেরিয়াতে লাঞ্চ, ডিনার সবই মিলবে। থাকার জন্য কটেজ তৈরি হচ্ছে। নতুন করে শৌচালয়ও নির্মাণ করা হয়েছে। নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার মাঝে মাঝে থাকবে ফোয়ারা। জেলা প্রশাসনের আশা, পুজোর আগেই কাজ সম্পন্ন হবে।