খেলতে হবে ঘরোয়া টুর্নামেন্ট, BCCI কড়া হতেই কি দলীপ ট্রফিতে রোহিত-বিরাট?

বিসিসিআইয়ের নির্বাচক কমিটি খেলোয়াড়দের বাছাই করে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নির্বাচকেরা চায়, দলীপ ট্রফি খেলুক ক্রিকেটাররা।

August 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরোয়া টুর্নামেন্ট খেলতেই হবে, এমন নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার দলীপ ট্রফিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখা যেতে পারে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি খেলোয়াড়দের বাছাই করে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নির্বাচকেরা চায়, দলীপ ট্রফি খেলুক ক্রিকেটাররা।

চলতি মরশুমে নতুন ফর্ম্যাটে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। সূত্রের খবর, শুভমন গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদের দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে। বুমরাহ খেলবেন না কারণ তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ সিরিজে মহম্মদ সামি ফিরে ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।

দলীপ ট্রফির আঞ্চলিক বিন্যাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে; নির্বাচক অজিত আগরকরের প্যানেল চারটি স্কোয়াড বেছে নেবে, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দলীপ ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। দলীপ ট্রফির ছয়টি ম্যাচ ৫ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তবে রোহিত এবং কোহলি দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচে ৫ সেপ্টেম্বর না-কি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলবেন তা স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen