প্রবল বিরোধিতার কাছে নতিস্বীকার কেন্দ্রের, আধঘন্টার প্রশ্নোত্তর পর্বে রাজি সরকার
করোনার সময়ে ধ্বসে পড়েছে দেশের অর্থব্যবস্থা থেকে জনজীবন। এর মাঝেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু অধিবেশনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিয়েছিল কোনও প্রশ্নোত্তর পর্ব ছাড়াই দিনে চারঘন্টা করে ১৮দিনে অধিবেশন শেষ করবে। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিরোধীরা। তাদের বক্তব্য, প্রশ্নের উত্তর দিতে অনীহা কেন কেন্দ্রের। করোনার দোহাই দিয়ে গণতন্ত্রের হত্যা করছে সরকার।
পড়ুন: বাদল অধিবেশনে বাতিল প্রশ্নোত্তর পর্ব? ক্ষুব্ধ বিরোধীরা
আজ কার্যত এই প্রবল বিরোধীতার কাছেই হার মানল কেন্দ্র। পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানালেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভার অধ্যক্ষকে আবেদন জানিয়েছেন যাতে দিনে অন্তত ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্ব হয়। এছাড়া, আনস্টার্ড প্রশ্নও যেন নেওয়া হয়।
প্রশ্নোত্তর পর্বের বিতর্কে কার্যত নতিস্বীকার করল কেন্দ্র। পিছু হঠল প্রবল বিরোধিতার মুখে।