রাজ্য বিভাগে ফিরে যান

কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মান এক ধাক্কায় ৫২ ধাপ কমল

August 13, 2024 | < 1 min read

র‍্যাঙ্কিং অনুযায়ী ১৫০ নম্বর স্থানে রয়েছে কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতীয় স্তরে আর পিছোল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফের তালিকায় এবারেও পিছিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ২০২৪ এর প্রকাশিত শিক্ষা মন্ত্রকের র‍্যাঙ্কিং অনুযায়ী ১৫০ নম্বর স্থানে রয়েছে কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি। যেখানে এক দশক আগেও যে প্রতিষ্ঠান ১১ নম্বরে ছিল, গত কয়েক বছরে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শুধুই অবনমন ঘটেছে।

এই অধঃপতনের মূলে প্রাক্তন বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলকেই দায়ী করেছেন অনেকেই। তাঁর কার্যকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে ঠেকেছে। এমনই অভিযোগ প্রাক্তনী ও আশ্রমিকদের। তিনি বিদায় নিলেও বর্তমান কর্তৃপক্ষকে ফল ভুগতে হচ্ছে এমনটাই অভিমত তাঁদের। ‌এর পাশাপাশি স্থায়ী উপাচার্য না থাকা, শিক্ষার পরিকাঠামো, একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা, অন্যতম বড় কারণ বলেও মনে করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষামহল। তবে কারণ যাই হোক না কেন, এই অবনমনে লজ্জায় মাথায় হেঁট হওয়ার জোগাড় বিশ্ববিদ্যালয়ের সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Visva Bharati, #visva bharati university, #ranking, #Visva Bharati Ranking

আরো দেখুন