সংঘবদ্ধ ভাবে আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জানানোর আর্জি জানালেন দেব, ‘খাদান’-এর টিজার মুক্তিও স্থগিত করে দিলেন

১৪ আগস্ট অর্থাৎ বুধবার মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ছবি ‘খাদান’-এর টিজারের।

August 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শনিবার রাতেই ছুটি কাটাতে শহর ছেড়েছেন দেব-রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় জুটিতে ভাগ করেছেন একগুচ্ছ ছবি। সেই সঙ্গেই দিয়েছিলেন ‘খাদান’-এর টিজার মুক্তি পাওয়ার সুখবর।
আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। এই পরিস্থিতিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বড় পদক্ষেপ নিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস’-এর তরফে জানানো হল এই ঘটনার প্রতিবাদে বুধবার মুক্তি পাচ্ছে না ‘খাদান’-এর টিজার। ১৪ আগস্ট অর্থাৎ বুধবার মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ছবি ‘খাদান’-এর টিজারের।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস’-এর তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, “আর জি কর-এর মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদে , আমরা আমাদের ছবি ‘খাদান’-এর টিজারের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এই সময় আমাদের মনোযোগ ওই মহিলা চিকিৎসকের বিচারে্য দিকে থাকা উচিত। আমরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা ন্যায়বিচারের পাশে আছি।”

সমাজমাধ্যমে বার্তা ভাগ করে নেওয়ার পরেই সাংসদ-অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা। মন্তব্য বাক্সে তাঁদের মত, এই জন্যই তাঁরা তাঁদের প্রিয় নায়ককে এত ভালবাসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen