বাংলার পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে উৎকল ভবন অভিযানে বাংলা পক্ষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে টেলিফোনে কথাও বলেন।
বাংলার ভূমিপুত্রদের নিরাপত্তার দাবিতে ও এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে সোমবার কলকাতায় উৎকল ভবন অভিযানের ডাক দেয় বাংলা পক্ষ। অভিযানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতিরা।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। বাঙালি কাউকে আঘাত করে না। কিন্তু বাঙালি ভাইরা ওডিশায় ব্যবসার কাজে গিয়ে, শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে ‘বাংলাদেশি, সন্দেহে আক্রান্ত হচ্ছে। বাঙালি বিদ্বেষী বিজেপি ওডিশায় ক্ষমতায় আসার পরই বাঙালির উপর আক্রমণ বাড়ছে। আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, বাঙালির উপর আক্রমণ বন্ধ না হলে এখানে বাঙালি শান্ত থাকবে না। আমরা শান্তি চাই। আমরা সহাবস্থান চাই। এখানে বেশি ওদের রাজ্যের মানুষ থাকে।