খেলা বিভাগে ফিরে যান

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না, কলকাতা লিগে কাস্টমসের বিরুদ্ধে ড্র মোহনবাগানের

August 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিগের দৌড় থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে বাগান। বুধবার কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাগান শিবির। পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। ফলে পয়েন্ট টেবিলের প্রথম তিন স্থানে কলকাতা লিগ শেষ করার রাস্তা আরও কঠিন হয়ে উঠেছে সুমিত রাঠিদের পক্ষে।

চলতি লিগে ৯টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয়ের মুখ দেখেছে মোহনবাগান । ড্র করেছে ৪টি ম্যাচে। সবুজ মেরুনের ধারাবাহিকতার অভাব, দুর্বল রক্ষণকে দায়ি করছেন অনেকে। তবে পরপর দুই ম্যাচে টালিগঞ্জ ও ইস্টার্ন রেলকে ৫ গোল দিয়ে সুপার সিক্সের দৌড়ে কামব্যাক করেছিল মোহনবাগান। কিন্তু গত ম্যাচে জর্জের বিরুদ্ধে ফের যেই কে সেই অবস্থা তাদের। বুধবার কাস্টমসের বিরুদ্ধেও ড্র করে সুপার সিক্সে ওঠার পথ আরও কঠিন করে ফেলল সবুজ-মেরুন। এদিন ম্যাচে এক পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল কাস্টমস। ম্যাচে হেরে সাত নম্বরে নেমে গিয়েছে মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Draw, #CFL, #Football, #customs, #Mohun Bagan

আরো দেখুন