আরজিকর-কাণ্ড: ছাত্র-ছাত্রীদের সমর্থন করি, রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরছে, বললেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মধ্যরাতে মেয়েদের রাস্তা দখল চলাকালীনই আর জি কর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের হামলা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, তিনি বলেন, “ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়? পুলিশ পুলিশের কথা বলবে আমি বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ। সারা গায়ে রক্ত। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। মাথায় আঘাত লেগেছে। ১৫ জন পুলিশ কর্মী আহত। ছাত্র-ছাত্রীরা ভাল। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোন রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে।” মমতা এও বলেন, “পুলিশ যথাযথ তদন্ত করেছে। ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছিল। সেই লিড ধরেই তো সিবিআই এগোচ্ছে।”