মহিলা ঘটিত অভিযোগে সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরাল CPM
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলের অবস্থা এখন রাজনৈতিক দিক দিয়ে ভাল নয়। একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে কোণঠাসা সিপিএম। কংগ্রেসের সঙ্গে জোট করেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শূন্যতা কাটাতে পারেনি লালপার্টি। এই আবহে আবার বিপাকে পড়লেন একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের পদ থেকে দলের প্রবীণ নেতাকে অপসারিত করল সিপিএম৷
মহিলা ঘটিত অভিযোগেই দলের প্রবীণ নেতার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করল দল৷ সুশান্ত ঘোষের জায়গায় বিজয় পালকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷
এক মহিলার অভিযোগের ভিত্তিতে দল তদন্ত শুরু করে একদা দোর্দণ্ডপ্রতাপশালী এই নেতার বিরুদ্ধে। দলীয় কমিশনের সেই তদন্ত রিপোর্ট রাজ্য সম্পাদকমণ্ডলীতে জমা পড়ার কথা ছিল৷ এরই মধ্যে আজ সুশান্ত ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি৷
সুশান্ত ঘোষ বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছেন এই সিপিএম নেতা। এই ঘটনা নিয়ে ওই নির্যাতিতা সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।