প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধী দলের প্রধান প্রার্থী মমতাই, জানিয়ে দিলেন প্রাক্তন BJP সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার প্ৰাক্তন বিজেপি সংসদ সুব্রামনিয়াম স্বামী শুক্রবার রাতে সমাজমাধমে জানালেন তাঁর মতে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধী দলের প্রধান প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অন্য সকলেরই বিজেপিকে চ্যালেঞ্জ করার সাহস নেই।
সুব্রহ্মণ্যম স্বামী অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদ। ২০২২ সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় BJPর মনোনীত সংসদ ছিলেন।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গাণিতিক অর্থনীতির অধ্যাপক ছিলেন। স্বামী ভারতের প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন এবং চন্দ্র শেখর সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের তিনি প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের সরকারে শ্রম মান ও আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি জনতা পার্টির দীর্ঘদিনের সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।