১৪-র ‘রাতটা কি শম্পারও ছিল না’? ফেসবুকে পোস্ট রাজ্য পুলিশের

রাতের এই কর্মসূচিতে মেয়েদের নিরাপত্তা দিতে বাগুইআটির কেষ্টপুরে ডিউটি করছিলেন মহিলা পুলিসকর্মীরাও।

August 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪ই আগস্ট আরজি কর কান্ডের প্রতিবাদে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি ছিল। সেই প্রতিবাদে সামিল হন লক্ষ লক্ষ মানুষ।

রাতের এই কর্মসূচিতে মেয়েদের নিরাপত্তা দিতে বাগুইআটির কেষ্টপুরে ডিউটি করছিলেন মহিলা পুলিসকর্মীরাও। জমায়েত থেকে তাঁদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। তাতে রক্তাক্ত হন বিধাননগর কমিশনারেটের মহিলা পুলিসকর্মী শম্পা প্রামাণিক।

রাজ্য পুলিসের ফেসবুক পেজে হামলার বিবরণ দিয়ে লেখা হয়েছে—‘রাতটা সেদিন মেয়েদের ছিল। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত। কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়েছেন এক তরুণী। যাঁর জন্য সহমর্মিতায় সে রাতে নারী-পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায়। যেখানে আমাদের সহকর্মী কনস্টেবল শম্পা প্রামাণিকের কর্মক্ষেত্র। বিধাননগর পুলিস কমিশনারেটের কর্মী শম্পার কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। শম্পা ১৪ অগস্টের রাতে নিজের কাজটাই করছিলেন বাগুইআটিতে। রাতে যাঁরা রাস্তায় হাঁটছিলেন, শম্পা তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে ছিলেন। কাজ করছিলেন রাস্তায়, নিজের কর্মক্ষেত্রে দাঁড়িয়ে। হঠাৎই বিনা প্ররোচনায় জমায়েতের মধ্য থেকে পুলিসের দিকে উড়ে আসে বেশকিছু ইট। যার একটি গিয়ে লাগে শম্পার মুখে’। ওই পোস্টেই রাজ্য পুলিসের প্রশ্ন—‘রাতটা কি শম্পারও ছিল না’?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen