রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাকে কেন্দ্রের ‘বঞ্চনা’ – পথে নামছে তৃণমূল

September 3, 2020 | < 1 min read

রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বড় করে তুলে ধরে মাঠে নামতে চাইছে তৃণমূল। আগামী নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য না-পাওয়ার বিষয়টিকে সামনে রেখে বিজেপি-বিরোধী সব শক্তিকে এক সুরে নিয়ে আসতে এটি তাদের কৌশল বলে ধারণা রাজনৈতিক পর্যবক্ষেকদের। দিন কয়েক আগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিজেপি-বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে মূল আলোচ্য নিট -জেইই পরীক্ষা হলেও রেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিল বেশ কয়েকটি রাজ্য।

জিএসটি-ক্ষতিপূরণ নিয়ে বুধবার প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিনই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যব্যাপী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৮ ও ১৪ সেপ্টেম্বর কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা চেয়ে ব্লক ও ওয়ার্ড স্তর পর্যন্ত বিক্ষোভ সভা, মিছিল হবে। ২০ সেপ্টেম্বর একই ভাবে প্রতিবাদ জানানো হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিক্রি করে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মী সঙ্কোচনের।

রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের অভিযোগে ক্ষমতায় থাকার সময় লাগাতার আন্দোলন করেছে সিপিএম। দলের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এ দিন বলেন, ‘‘আয়লার সময় মমতা যে ভূমিকা নিয়েছিলেন, আমপানের সময় আমরা তা করিনি। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য নিয়ে আমরা আগের মতোই দাবি জানাব।’’ অন্য দিকে, রাজ্য কংগ্রেসের মুখপাত্র অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘এক সঙ্গে না-হলেও বাংলা-সহ অন্য রাজ্যে প্রাপ্য আদায়ে ধারাবাহিক আন্দোলন করছি আমরা।’’

রাজনৈতিক মহলের ধারণা, এই অবস্থায় তৃণমূল যদি বঞ্চনার অভিযোগ নিয়ে রাস্তায় নামে, সে ক্ষেত্রে কংগ্রেস ও সিপিএমের মতো দলগুলির এই বিষয়ে বিরোধিতার পরিসর কিছুটা কমে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #central government

আরো দেখুন