রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গাপুজোর অনুদান বয়কট সারদা হাউজিং কমপ্লেক্সের? জানুন সত্যিটা

August 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হঠাৎই সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট দেখা যায় দমদম মল রোডের সারদা হাউজিং কমপ্লেক্স সিদ্ধান্ত নিলো দুর্গাপুজোর ৮৫ হাজার টাকা না নেওয়ার| আপনারাও এগিয়ে আসুন। এই পোস্ট হুহু করে ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনকারীদের অনেকেই শেয়ার করেন পোস্টটি। আসুন জেনে নেওয়া যাক এই পোস্টের সত্যতা।

সংবাদমাধ্যমকে দমদম মল রোডের সারদা হাউজিং কমপ্লেক্স পুজো কমিটির সম্পাদক সমীর ঘটক সান্যাল জানান মুখ্যমন্ত্রীর এবারের পুজোর অনুদানের ব্যাপারে আবাসনের পুজো কমিটিতে কোনও আলোচনাই হয়নি। তারা অনুদান নেবেন। বাজারে তাদের নামে কেউ একটা সম্পূর্ণ ফেক নিউজ ছড়িয়ে দিয়েছে। এরকমই অভিযোগ উঠেছে সমাজমধ্যমে, দেখে নিন সেই পোস্ট:

TwitterFacebookWhatsAppEmailShare

#Fake claims, #fake News, #durga Pujo, #donation

আরো দেখুন