খেলা বিভাগে ফিরে যান

কুয়ালালামপুরে হল AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বের ড্র, কাদের সঙ্গে খেলবে মেরিনার্সরা?

August 18, 2024 | < 1 min read

কুয়ালালামপুরে হল AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বের ড্র, কাদের সঙ্গে খেলবে মেরিনার্সরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ড্র ঘোষণা হয়ে গেল কুয়ালালামপুরের এএফসি হাউজে। গ্রুপ ‘এ’-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ওই গ্রুপে রয়েছে কাতারের আল ওয়াকরাহ এসসি, ইরানের ট্রাক্টর এফসি, তাজাকিস্তানের এফসি রাভশান।

আইএসএলের লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার ছাড়পত্র পেয়েছে মোহনবাগান। এএফসি কাপ গ্রুপ স্টেজে তিন নম্বরে শেষ করার নক আউট পর্বে পৌঁছতে পারেনি সবুজ-মেরুনরা।

উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মোট ৩২টি দল অংশ নেবে। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রত্যেক গ্রুপে চারটে করে দল রয়েছে। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হবে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটো দল শেষ ষোলোয় যাবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেই পর্বের ম্যাচগুলো হবে। মার্চে কোয়ার্টার ফাইনাল। এপ্রিলে সেমিফাইনাল। ১৭ মে, ২০২৫ ফাইনাল।

অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ারে হারায় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নেবে ইস্টবেঙ্গল। যা এএফসির তৃতীয় টায়ারের টুর্নামেন্ট। তার ড্র ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan Super Giants, #Afc champions league, #AFC Champions League Two

আরো দেখুন