← কলকাতা বিভাগে ফিরে যান
শিয়ালদহ-কল্যাণী শাখার ট্রেন যাত্রীদের জন্য সুখবর, জানেন রেলের নয়া সিদ্ধান্ত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ-কল্যাণী শাখার ট্রেন যাত্রীদের জন্য সুখবর নিয়ে হাজির রেল। এবার থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের আপ কল্যাণী সীমান্ত লোকাল (৩১৩৩৭) বিধাননগর রোড স্টেশনে অর্থাৎ উল্টোডাঙা স্টেশনে দাঁড়াবে।
ওই রুটের যাত্রীরা কাজ সেরে সন্ধ্যার ওই সময়তে উল্টোডাঙা স্টেশনে জড়ো হন। তাঁদের কথা মাথায় রেখে আপ কল্যাণী সীমান্ত লোকাল আগামী ছ’মাসের জন্য উল্টোডাঙায় দাঁড়াবে। ৭টা ১৭ মিনিটে লোকাল ট্রেনটি বিধাননগর থেকে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।
অন্যদিকে রবিবার হাওড়া ডিভিশনে রেলের জরুরি মেরামতির কাজ চলবে। তিনটি দূরপাল্লার ট্রেন যাত্রাপথে সাময়িকভাবে স্তব্ধ হবে। একঘণ্টা দেরিতে চলবে দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস। রক্সাউল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এবং গয়া-হাওড়া এক্সপ্রেস যথাক্রমে ১৫ মিনিট ও ২৫ মিনিট যাত্রাপথে দাঁড়াবে।