দেশ বিভাগে ফিরে যান

মোদীর রাজনৈতিক সভার ব্যয়ভার বহন করছে রেল! তাতেই ডুবছে ভারতের ‘লাইফ লাইন’?

August 18, 2024 | < 1 min read

মোদীর রাজনৈতিক সভার ব্যয়ভার বহন করছে রেল! তাতেই ডুবছে ভারতের ‘লাইফ লাইন’? ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভার আয়োজন করছে রেল, আরটিআইয়ের মাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে মোদী প্রায় ১৭২টি রাজনৈতিক প্রচার করেছেন। ৬ মার্চ বিহারে প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি ছিল। তাতে খরচ হয় ২৪.২৫ কোটি টাকা। যা খরচ করেছে পূর্ব-মধ্য রেলের সমস্তিপুর ডিভিশন। রেল ডুবছে, নিয়োগ বন্ধ, একের পর এক দুর্ঘটনা ঘটছে, যাত্রী সুরক্ষায় নজর না থাকলেও, মোদী তথা বিজেপির রাজনৈতিক কর্মসূচি আয়োজনের জন্য টাকা রয়েছে রেলের কাছে? উঠছে প্রশ্ন।

আরটিআই থেকে জানা গিয়েছে, মোদীর সভায় প্যান্ডেল ও হ্যাঙ্গারের জন্য রেল ১৫ কোটি টাকা ব্যয় করেছে। অস্থায়ী হেলিপ্যাড বানানতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছে রেল। এয়ার পোর্টের জন্য আড়াই কোটি টাকা খরচ হয়েছে। এসব যাবতীয় লেনদেন হয়েছে নগদ অর্থে। এসব কাজের বরাত পেয়েছে দিল্লির হিতকারী প্রোডাকশন ও ক্রিয়েশনস নামের একটি সংস্থা, যার মালিক বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। দেশের মানুষের টাকায় এভাবেই ফুলেফেঁপে উঠছেন গেরুয়া সাংসদেরা? রাজনৈতিক কর্মসূচির টাকা কীভাবে সরকার ব্যয় করে? উঠতে শুরু করেছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#campaign, #Indian Railway, #Narendra Modi

আরো দেখুন