সব অভয়ার বিচার চেয়ে আরজি কর অভিযান টলিউড-সিনেপাড়ার

শনিবার সিনেপাড়া একটি বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, আরজি করের পাশে চলচ্চিত্র পরিবার।

August 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সব অভয়ার বিচার চেয়ে আরজি কর অভিযান টলিউড-সিনেপাড়ার। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালের ঘটনা মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও একটা প্রশ্ন তুলে দিয়েছে। দেশ বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণের খবর আসা বন্ধ হয়নি। সকলেই চিন্তিত, উদ্বিঘ্ন। এমতাবস্থায় ‘সিলেক্টটেড প্রতিবাদ’ নয়; সব অভয়ার বিচার চেয়ে আরজি কর অভিযান করছে টলিউড-সিনেপাড়া।

শনিবার সিনেপাড়া একটি বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, আরজি করের পাশে চলচ্চিত্র পরিবার। জানানো হচ্ছে, আজ; রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে, সেখান থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করবেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী-সহ অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen