আয়োজিত হল মূক-বধির এবং দৃষ্টিহীনদের সারা বাংলা দাবা প্রতিযোগিতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবা কেবল রাজা, মন্ত্রী, হাতি, নৌকা, বোরো দিয়ে সাজানো বুদ্ধির খেলা নয়, এর সাথে জড়িয়ে আছে সৃষ্টিশীল চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই খেলায় পিছিয়ে নেই দৃষ্টিহীন ও মূক- বধিররাও। ১৮ই আগস্ট, রবিবার কালীঘাটের জয়হিন্দ ভবনে অনুষ্ঠিত হল মূক-বধির ও দৃষ্টিহীনদের সারা বাংলা দাবা প্রতিযোগিতা। এদিন আরও একবার প্রমাণিত হল ওদের ইচ্ছেশক্তির দৃঢ়তা এবং কিস্তিমাত।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রায় ৭০ জন মূক-বধির ও দৃষ্টিহীন দাবাড়ু এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সমগ্র খেলাটি কোচ নিলয় চক্রবর্তী এবং প্রীতম ঘোষ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। এছাড়াও সহযোগীতা করেছেন পারমিতা ঘোষ সহ অন্যান্য সদস্যরা। Handicapped Development Welfare Association-র সভাপতি সৌরভ ঘোষ জানিয়েছেন, গত ১০ বছর আগে তারাই প্রথম এই দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল।
এদিন দুটি বিভাগ এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, এদিনের এই প্রতিযোগীতায় অংশগহণ করেছিলেন বাংলাদেশের এক প্রতিযোগী। এদিন মূক ও বধিরদের জন্য এবং দৃষ্টিহীনদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকদের তরফে জানানো হয়েছে যে, মূক ও বধির বিভাগে পুরুষদের মধ্যে প্রথম অনীক গাঙ্গুলি, দ্বিতীয় সেখ আজিজ এবং তৃতীয় হয়েছেন উদয় কুমার রাজাক। এছাড়াও পঞ্চম হন সেখ রিয়াজুল রহমান এবং ষষ্ঠ হন পঙ্কজ কুমার। এছাড়াও মেয়েদের বিভাগে প্রথম মীরা নায়েক এবং দ্বিতীয় হয়েছেন পারমিতা ঘোষ। এদিন দাবা জয়ীদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো, সার্টিফিকেট এবং আর্থিক পুরস্কার।