বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দপ্তরের কাছে সম্পত্তি কর বাবদ বকেয়া সাড়ে ৮ কোটি টাকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরসভাগুলির কর আদায় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে রাজ্য সরকার। গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তর বিভিন্ন পুরসভার সঙ্গে ভিডিও কনফারেন্স করে। তাতে শিলিগুড়ি পুরসভার অফিসাররা যুক্ত হন। পুরসভা থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার বকেয়া করের পরিমাণ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। শহরে একাধিক ভবন থাকলেও রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা নিয়মিত সম্পত্তি কর দিচ্ছে না। কোনও কোনও সংস্থা ১০ বছরেরও বেশি সময় ধরে কর বকেয়া রেখেছে। যার ফলে পুরসভার নিজস্ব আয় মার খাচ্ছে। প্রয়োজনীয় অর্থের অভাবে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে কর ‘খেলাপি’তে সংস্থাগুলির তালিকা তলব করেছে পুরদপ্তর।
শিলিগুড়ি শহরে রয়েছে অসংখ্য সরকারি অফিস। সেগুলির মধ্যে কিছু কিছু দপ্তরের নিজস্ব ভবন আছে। পুরসভা জানিয়েছে, কর খেলাপি তালিকায় রয়েছে কেন্দ্রীয় তিনটি সংস্থা। তাদের বকেয়ার পরিমাণ ১ কোটি ৫৫ লক্ষ টাকা। যার মধ্যে অল ইন্ডিয়া রেডিও’র চারটি ভবনের কাছে দীর্ঘদিন ধরে বকেয়া করের পরিমাণ ১ কোটি ১২ লক্ষ টাকা। রেলের তিনটি ভবনের কাছে বকেয়া প্রায় ২০ লক্ষ টাকা। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের কাছেও কর পাওনা রয়েছে। এর বাইরে রাজ্য সরকারের ১৫টি সংস্থার কাছে বকেয়া করের পরিমাণ ৭ কোটি ৫ লক্ষ টাকা। যার মধ্যে বর্ধমান রোডে সেচদপ্তরের ডিভিশনাল অফিসের কাছে বকেয়া করের পরিমাণ ২ কোটি ১৫ লক্ষ টাকা।