নয়া মিডিয়া কমিটি গড়লেন মমতা, কারা থাকলেন তাতে?
তৃণমূলের মিডিয়া সেলে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
August 20, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলের মিডিয়া সেলে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে তৃণমূলের তরফে বিবৃতি দেওয়ার জন্য চার জনকে দায়িত্ব দেওয়া হল। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ‘মিডিয়া কমিটি’ গঠন করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কমিটিতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার।
এই চার জন এবার থেকে সাংবাদিক বৈঠক করবেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। সংবাদমাধ্যমে আলোচনা সভায় কারা যাবেন, এই কমিটিই সিদ্ধান্ত নেবে।