আন্দোলনে বাংলাদেশ ও পাকিস্তানের যোগ, আরজি কর ঘিরে কোন ষড়যন্ত্রের জাল?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর আন্দোলনে বাংলাদেশ ও পাকিস্তানের যোগসূত্র খুঁজে পেল পুলিশ। বিভিন্ন পোস্টের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে লালবাজারের হাতে এ তথ্য এসেছে। যদিও বিশদে কিছু বলেনি পুলিশ। নির্যাতিতার নাম-পরিচয় দিয়ে পোস্ট ছড়ানোর জন্য ২৮০ জনকে লালবাজারে তলব করা হয়েছে। তথ্যের সত্যতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, ২৮০ জনের মধ্যে অনেকেই উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দা। যারা ফেক প্রোফাইল থেকে ছড়িয়েছে বলে পুলিশের দাবি। বিজেপি শাসিত রাজ্য থেকেই কি ছড়ানো হচ্ছে ভাইরাল পোস্ট? প্রশ্ন উঠছে।
রবিবারই আরজি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে প্রায় এক হাজার নেটিজেনকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এঁদেরকে নোটিশ পাঠানোর কাজও শুরু করেছে লালবাজার। আরজি কর-কাণ্ডে ভুল তথ্য সরবরাহের ঘটনায় কলকাতা পুলিশ শাসক দলের সাংসদকেও রেয়াত করেনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মৃতার ময়নাতদন্তের রিপোর্ট, সৌমেন মহাপাত্রের ছেলের নাম, কখনও ভাঙচুরের মিথ্যা ভিডিও। বহুক্ষেত্রেই তা ভুয়ো বলে প্রমানিত হয়েছে।