অরিজিৎ সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার, কী জানালেন গায়কের ম্যানেজার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর আবহে সমাজ মাধ্যমে অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অসুস্থ অরিজিৎ সিং। সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তি দিয়ে গায়ক জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর আগামী সমস্ত অনুষ্ঠান বাতিল করলেন। হঠাৎ অনুষ্ঠান বাতিলের জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অরিজিৎ। নতুনভাবে অনুষ্ঠান কবে শুরু করবেন, তা তারিখ উল্লেখ করে জানিয়েছেন ওই পোস্টে।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়ক অরিজিৎ সিংয়ের একটি ভিডিও। যেখানে তাঁকে ‘ধর্ষণ বিরোধী’ লোগো প্রকাশ করতে দেখা যাচ্ছে। ভিডিও সামনে আসতেই আরজি কাণ্ডের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে। নেটিজেনদের দাবি, আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদেই এই পদক্ষেপ নিয়েছেন অরিজিৎ সিং। কিন্তু জানা যাচ্ছে, ভিডিওটি নাকি পুরনো।
অরিজিতের অনুরাগীদের এবং জনসাধারণের উদ্দেশ্যে তাঁর ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা রয়েছে, “আরজি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ অরিজিৎ সিংয়ের যে ভিডিওটি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা বহু আগের এক কর্মসূচির ভিডিও।” এও জানান আরজি কর প্রসঙ্গে অরিজিৎ কিছুই বলেননি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, গায়কের নাম করে এইরকম কোনও বার্তা যেন আর প্রচার না করা হয়।