← রাজ্য বিভাগে ফিরে যান
হাসপাতালে রোগীর পরিজনরা বলছেন- ‘উই ওয়ান্ট ট্রিটমেন্ট’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘উই ওয়ান্ট ট্রিটমেন্ট’। বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের মুখে এই কথাই এখন ফিরছে। তাদের বক্তব্য আর জি করে তরুণী চিকিৎসক মৃত্যুর ‘জাস্টিস’ হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু, সমানভাবে ‘উই ওয়ান্ট ট্রিটমেন্ট’ও।
তবে চিকিৎসা পরিষেবা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ থাকে। রবিবার আউটডোর বন্ধ ছিল। সোমবার যথেষ্ট চাপ ছিল আউটডোরে। সকাল থেকেই হাসপাতালে রোগীদের লম্বা লাইন চোখে পড়ে। আর জি করের ঘটনার পর কলকাতার হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর ঝুঁকি নিতে চাইছেন না রোগীর স্বজনরা।