রাজ্য বিভাগে ফিরে যান

প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ হয় দেশে, ৫০ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি দিতে আইন আনার দাবি অভিষেকের

August 22, 2024 | < 1 min read

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশকে জেগে ওঠার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “শেষ দশ দিন ধরে, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে দেশ এবং সুবিচারের দাবি জানাচ্ছে। মানুষ রাস্তায় নেমে এই নারকীয় অপরাধের প্রতিবাদ করছে, আর তখন এই দশ দিনে গোটা দেশের নানান প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে।”

তিনি আরও লেখেন, “দুঃখজনকভাবে, দীর্ঘস্থায়ী সমাধানের বিষয় এখনও অনেকাংশে আলোচনার বাইরে রয়ে গিয়েছে। প্রতিদিন নব্বইটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়, প্রতি ঘন্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি, সুস্পষ্টভাবে দ্রুত পদক্ষেপের প্রয়োজন। আমাদের এমন শক্তিশালী আইন দরকার যা পঞ্চাশ দিনের মধ্যে বিচার ও দোষী সাব্যস্ত করবে, তারপর কঠোরতম শাস্তি, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়। রাজ্য সরকারগুলিকে অবশ্যই কাজ করতে হবে এবং অবিলম্বে একটি ব্যাপক ধর্ষণ বিরোধী আইনের জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে যা দ্রুত এবং কঠোর ন্যায়বিচার নিশ্চিত করে৷ এ ব্যাতিত অন্য কিছু নিছক প্রতীকী এবং দুঃখজনকভাবে অকার্যকর।”

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #West Bengal, #abhishek banerjee, #Rape cases

আরো দেখুন