রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় রদবদল, শীর্ষ পদে কে এলেন?

পুলিশ ও প্রশাসনের বিভিন্নস্তরে আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করে দুর্নীতি দমন শাখা।

August 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার শীর্ষ পদে এলেন আইপিএস আধিকারিক জাভেদ শামিম। রাজ্য পুলিশের আইবি’র এডিজি এবং সিকিউরিটি বিভাগের অতিরিক্ত ডিরেক্টর পদে রয়েছেন জাভেদ শামিম। দুর্নীতি দমন শাখার অতিরিক্ত দায়িত্ব তাঁকে দেওয়া হল। পুলিশ ও প্রশাসনের বিভিন্নস্তরে আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করে দুর্নীতি দমন শাখা।

এসিবি’র শীর্ষ পদে জাভেদ শামিমের মতো একজন দক্ষ আইপিএস আধিকারিককে নিয়ে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগের তদন্ত করার জন্য রাজ্য ইতিমধ্যেই আইপিএস আধিকারিকদের নিয়ে বিশেষ তদন্তকারী টিম গঠন গড়েছে। এসিবি এই কেস নিতে পারে, এমন সম্ভাবনা রয়েছে।

এসিবি’র শীর্ষ দায়িত্বে থাকা এডিজি পদমর্যাদার আইপিএস আধিকারিক ডঃ আর রাজাশেখরণকে পদ থেকে সরানো হলেও, এডিজি সিআইডি পদে তিনি বহাল রয়েছেন। রদবদলে রাজ্যপালের এডিসি পদে মহিলা ডব্লুবিপিএস আধিকারিক শান্তি দাসকে আনা হয়েছে। তিনি রাজ্য মানবাধিকার কমিশনে অতিরিক্ত পুলিস সুপার ছিলেন। রাজ্যপালের এডিসি পদে ছিলেন আইপিএস আধিকারিক মণীশ যোশি, বিধাননগর কমিশনারেটে অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে বদলি করা হয়েছে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen