দেশ বিভাগে ফিরে যান

এবার শ্রীক্ষেত্র পুরীর প্রসাদ মিলবে বিনামূল্যে?

August 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লক্ষ লক্ষ পুন্যার্থী ভিড় জমান পুরীতে। প্রসাদ পেতেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন পুন্যার্থীরা।পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার বিনামূল্যে ভক্তদের মধ্যে বিলি করার কথা ভাবছে ওড়িশা সরকার। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানান, পুরীর মন্দিরের মহাপ্রসাদ পেতে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। তাঁদের বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

তিনি আরও জানান, সাধারণ দিনে পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজারের কাছাকাছি মানুষ ভিড় করেন। উৎসব থাকলে প্রতি দিন ভক্তসংখ্যা দেড় থেকে দু’লক্ষ হয়। মন্দিরের কর্মীদের বক্তব্য, রীতি অনুযায়ী জগন্নাথের মহাপ্রসাদ বিক্রির জন্য নয়। কিন্তু সুয়ারা এবং মহাসুয়ারাদের তৈরি মহাপ্রসাদ মন্দিরের ভিতরেই আলাদা করে বিক্রি হয়। প্রসাদের দাম নির্ভর করে ভক্তদের সংখ্যা এবং চাহিদার উপর। সরকার উদ্যোগ নিয়ে একটি নির্দিষ্ট পরিমাণে মহাপ্রসাদ তৈরি করে ভক্তদের বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি কী করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Free maha Prasad, #Puri, #jagannath mandir, #Maha Prasad

আরো দেখুন