রাজ্য বিভাগে ফিরে যান

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বলি এক তরুণ

August 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বলি হলেন এক তরুণ। ছ’দিন আগে হিঙ্গলগঞ্জের কাঁটাতলার বাসিন্দা তোফাজ্জেল গাজি নামের ওই যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। প্রথমে টাকি, তারপর বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে পিজির ট্রমা কেয়ারে ভর্তির জন্য আনা হয় তাঁকে। কর্মবিরতি চলায় সেখানে চিকিৎসক কম থাকায় তোফাজ্জেলকে ফিরিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সেখানেও কর্মবিরতি। ফলে একই অবস্থা। অগত্যা তোফাজ্জেলের বাবা ছেলেকে বাঁচাতে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ততক্ষণে ছেলে কোমায় চলে গিয়েছে, নার্সিংহোমে দু’দিনে বিল হয় এক লক্ষ ২০ হাজার টাকা। তোফাজ্জেলের বাবা ইটভাটার শ্রমিক। বিলের টাকা দেওয়া তাঁর কাছে দূরহ ব্যাপার। ছেলের অবস্থার কোনও উন্নতি হয় না। চিকিৎসকরা জানান, কিছু করার নেই। কম ব্যয়বহুল কোনও চিকিৎসা প্রতিষ্ঠানে তাঁকে সরিয়ে নেওয়াই ভাল। তোফাজ্জেলকে কদম্বগাছির একটি নার্সিংহোমে ভর্তি করায় পরিবার। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। সেখানকার চিকিৎসকেরা জানান, ব্রেন ডেথ হয়ে গিয়েছে তোফাজ্জেলের। ভেন্টিলেশন থেকে সরিয়ে নিলেই মৃত্যু হবে। পরিবারের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়। সোমবার বাড়ির দিকে যাওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর। কর্মবিরতির কারণে চিকিৎসার সুযোগ পেলেন না তরুণটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Patient Death, #doctors strike, #young man, #West Bengal, #hospital, #junior doctors

আরো দেখুন