রাজ্য বিভাগে ফিরে যান

চিকিৎসক না থাকায় সরকারি হাসপাতাল ফিরিয়ে দেয়, পরে নার্সিংহোমে মৃত্যু কিশোরীর

August 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেগঙ্গার বেড়াচাঁপার দেবালয় এলাকার নবম শ্রেণির পড়ুয়া সঙ্গীতা আচার্য বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। ১৮ আগস্ট হঠাৎ করেই তাঁর জ্বর বেড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজন প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতাল ও পরে বারাসত জেলা হাসপাতালে তাকে নিয়ে আসে। পরিবারের দাবি, ইমার্জেন্সি বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে পাওয়া যাবে কি না, নিশ্চয়তা নেই। প্রত্যেকে কর্মবিরতি পালন করছেন।

তা শোনার পরে পরিবার কিশোরীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে। তাকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি না করিয়ে তড়িঘড়ি শহর লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।

সেখানে তিন দিন চিকিৎসা চলে তার। জানা গিয়েছে, কিশোরীর জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক উপসর্গ তৈরি হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন জন্ডিস হয়েছে। সাড়ে তিন লক্ষ টাকা বিল করা হয় নার্সিংহোমের তরফে। পেশায় দিনমজুর কিশোরীর বাবা ধার করে লক্ষাধিক টাকা নার্সিংহোমে জমা দেন। বুধবার সকালেই মারা যায় কিশোরী। বকেয়া থাকা টাকা দ্রুত মিটিয়ে দেহ নিয়ে যাওয়ার কথা বলা হয় নার্সিংহোমের তরফে। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে বিল মেটানো নিয়ে কার্যত দিশাহীন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কিশোরীর মা বলেন, বারাসত হাসপাতালে সেদিন যদি সঠিকভাবে চিকিৎসা হতো তাহলে বোধহয় আজ আমার মেয়েকে হারাতে হতো না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Patient Death, #Government Hospital, #Girl, #doctors strike, #doctors, #nursing home

আরো দেখুন