রাজ্য বিভাগে ফিরে যান

WhatsApp University-র দৌলতে সন্দীপের নিয়োগের খবর? জানুন সত্য

August 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে নাকি স্বাস্থ্যভবনের ওএসডি করা হয়েছে সন্দীপ ঘোষকে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সাফ জানালেন, সন্দীপ বর্তমানে ছুটিতে। ওএসডি পদে তাঁকে নিয়োগ করা হয়নি। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা ভুয়ো।

আরজি কর কাণ্ডে নিচে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে একের পর বিতর্ক সামনে আসছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। আদালতের নির্দেশে ছুটিতে যান সন্দীপ। ন্যাশনাল মেডিক্যাল থেকে সরানো হয় সন্দীপ ঘোষকে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দেয় আমজনতা। অভিযোগ সত্ত্বেও কেন বারবার নতুন নতুন দায়িত্বে সন্দীপ? প্রশ্ন ওঠে। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম স্পষ্টভাবে জানান, বর্তমানে সন্দীপ ঘোষ ছুটিতে রয়েছেন। তাঁকে ওএসডি পদে নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি হয়নি। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা একেবারে ভিত্তিহীন।

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Incident, #RG Kar Hospital, #RG Kar case, #Sandip Ghosh, #health department, #Rg kar

আরো দেখুন