স্কুল পড়ুয়া শিশুদের যৌননিগ্রহের প্রতিবাদে বনধ্-এ ‘না’ বোম্বে হাই কোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৪ আগস্ট মহারাষ্ট্রে বনধ হবে না। রাজনৈতিক দল ও প্রতিবাদীদের শনিবার মহারাষ্ট্র বনধ ডাকার বিরুদ্ধে পদক্ষেপ করল বোম্বে হাই কোর্ট। শুক্রবার, বোম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের বেঞ্চ, বদলাপুরে দুই শিশুর যৌননিগ্রহের প্রতিবাদে রাজনৈতিক দলগুলোর ‘মহারাষ্ট্র বনধ’ কর্মসূচি থেকে সরে আসার কথা জানালো। কার্যত শনিবার হতে চলা বনধকে নিষিদ্ধ ঘোষণা করল আদালত।
উল্লেখ্য, মহারাষ্ট্রের থানেতে একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে দুই পড়ুয়াকে যৌননিগ্রহের অভিযোগ ওঠে স্কুলের এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনার তিনদিন পর এফআইআর হয়। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় থানে। পুলিশের সঙ্গে প্রতিবাদীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। রেল ও রাস্তা অবরোধের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই মহারাষ্ট্র বনধের ডাক দেয় উদ্ধবপন্থী শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস। সেই বনধ বন্ধের নির্দেশ দিল বোম্বের উচ্চ আদালত।