রাজ্য বিভাগে ফিরে যান

বর্ধমানে লোকশিল্পীদের সম্মেলন

August 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের ব্যবস্থাপনায় লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হয় শুক্রবার। জেলার প্রায় ৫০০ লোকশিল্পী সেখানে হাজির ছিলেন। জেলায় এতদিন ১২হাজার ৮০০জন লোকশিল্পী পরিচয়পত্র সহ ভাতা পেতেন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অনেকে লোকশিল্পী পরিচয়পত্রের আবেদন করেছিলেন। তার ভিত্তিতে এদিন নতুন করে ৭০০ শিল্পীকে পরিচয়পত্র দেওয়ার কথা ঘোষণা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে পাঁচজনের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এদিনের মঞ্চে জেলার লোকগানের জন্য মণিদীপা মজুমদার ও পদাবলি কীর্তন গানের জন্য রমা মুন্সিকে বিশেষ সম্মান ও শংসাপত্র দেওয়া হয়েছে। এদিন বিডিও অফিস থেকে লোকশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রা দীর্ঘ পথ পরিক্রমা করে।

মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বপনবাবু বলেন, লোকশিল্প প্রাচীন সংস্কৃতিকে বহন করে চলেছে। ছৌনাচ, ঘোড়া নাচ, রায়বেশ ও রণপা নাচে জেলার শিল্পীরা অনেকটাই এগিয়ে গিয়েছেন। একসময় পুরুলিয়া ছাড়া ছৌ নাচ ভাবতেই পারতাম না। এখন রায়নায় বেশ কয়েকজন শিল্পী ছৌ নাচে যথেষ্ট দক্ষতা ও পারদর্শিতার পরিচয় দিচ্ছেন। মন্তেশ্বর ও কাটোয়ায় মহিলা ঢাকিরা যথেষ্ট সুনাম কুড়োচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Folk Artists Conference, #Burdwan, #folk artists

আরো দেখুন