অভিনেত্রী মালাইকা অরোরার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেকের ‘জাগো ভারত’ বার্তা

তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল অভিষেকের বার্তা ‘জাগো ভারত’।

August 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর দেশজুড়ে নারী নিরাপত্তার বেহাল দশা প্রকাশ্যে আসায় গর্জে উঠেছেন আম জনতা। আম জনতা থেকে সেলিব্রিটি, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন নারীদের সুরক্ষা নিয়ে। টলিউডের পাশাপাশি সরব বলিউডও। এবার বিচার প্রক্রিয়া বিলম্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল অভিষেকের বার্তা ‘জাগো ভারত’।

সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্ত করছে সিবিআই। তারপর দু সপ্তাহ কেটে গেলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বারবার সরব হয়েছে শাসকদল। এমন স্পর্শকাতর বিষয়ের তদন্তে কী করছে কেন্দ্রীয় সংস্থা? উঠেছে প্রশ্ন। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ দিন পরেও কেন মামলায় কোনও অগ্রগতি দেখাতে পারছে না সিবিআই? অভিষেক দাবি করেছিলেন, ৫০ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে কঠোরতম শাস্তি দিতে হবে। দেশজুড়ে নারী নির্যাতনের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেছিলেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও দাবি করলেন, ‘জাগো ভারত’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen