খেলা বিভাগে ফিরে যান

প্রকাশিত হল ISL-র সূচি, কবে ইস্ট-মোহন ডার্বি?

August 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএল ২০২৪-২৫ মরশুমের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর যুবভারতীতে মোহন বাগান বনাম মুম্বই সিটি ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। পরদিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল। ১৬ সেপ্টেম্বর কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং। ইস্ট বেঙ্গলের প্রথম হোম ম্যাচ ২৭ সেপ্টেম্বর, উল্টোদিকে থাকবে এফসি গোয়া।

১৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি। ২৬ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে ভুটানের পারো এফসি’র মুখোমুখি হবে কুয়াদ্রাতের দল। এশিয়ান পর্বে খেলতে নামার আগে আইএসএলের দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় সূচি নিয়ে না-খুশ লাল-হলুদ কর্তারা। দেবব্রত সরকার জানান, এশীয় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দল। সূচি ঘোষণার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা দরকার ছিল লিগ কমিটির। এটা নিয়ে কথা বলবেন বলেও জানান।

মোট ১৩ দলের আইএসএল আয়োজিত হতে চলেছে এবার। ইস্ট বেঙ্গল, মোহন বাগানের পাশাপাশি কলকাতা থেকে তৃতীয় দল হিসেবে খেলবে মহমেডান স্পোর্টিং। লিগের সব হোম ম্যাচই কিশোরভারতী স্টেডিয়ামে খেলবে সাদা-কালো ব্রিগেড। ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি প্রকাশ করেছে লিগ কমিটি। ৫ অক্টোবর মিনি ডার্বিতে মোহন বাগানের মুখোমুখি হবে মহমেডান। ৯ নভেম্বর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে চেরনিশভ-ব্রিগেড। জাতীয় দলের খেলা থাকায় অক্টোবরের ৫ থেকে ১৬ তারিখ আইএসএলের কোনও ম্যাচ হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan, #Derby, #East Bengal, #ISL

আরো দেখুন