দেশ বিভাগে ফিরে যান

১০ বছরে ভারতের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ১১২ লক্ষ কোটি টাকা

August 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১০ বছরে ভারতের ঋণের বোঝা বেড়েছে ১১২ লক্ষ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, আর সাত মাস পর অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ দেশের (ইন্টারন্যাল এবং এক্সটারনাল ডেট) ধার দাঁড়াবে ১৮১ লক্ষ ৬৮ হাজার ৪৫৬ কোটি টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদান্যতায় আজ দেশের প্রতিটি নাগরিকের মাথায় গড় ঋণের বোঝা ১ লক্ষ ২০ হাজার ৫১৮ টাকা।

২০১৪-১৫ আর্থিক বছর, অর্থাৎ মনমোহন সিংয়ের সরকারের আমলের শেষ আর মোদী জমানার শুরুতে প্রত্যেক ভারতবাসীর মাথাপিছু গড় ঋণের অঙ্কটি ছিল ৪৬ হাজার ৬৯৭ টাকা। অর্থাৎ গত এক দশকে নাগরিকদের গড় ঋণ বেড়েছে আড়াইগুণেরও বেশি। এর পরেও আগামী তিন বছরের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হবে ভারত, এমনটাই প্রচার করেন মোদী!

আর সাধারণের আয় কমার হিসেব? কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের দাবি, গত ১০ বছর আগে মানুষের যে ক্রয়ক্ষমতা ছিল, তা এখন কমে গিয়েছে। মনমোহন সিং জমানায় কৃষিক্ষেত্রে বার্ষিক গড় মজুরি বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ। আর এখন বছরে ১.৩ শতাংশ কমে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#debt, #India, #Modi Government

আরো দেখুন