রাজ্য বিভাগে ফিরে যান

একশো দিনের টাকা মেটাতে এবার নতুন শর্ত কেন্দ্রের

August 27, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি ও বিরোধী শাসিত একাধিক রাজ্যে ১০০ দিনের কাজে বরাদ্দ কোটি কোটি টাকা অপব্যবহার হয়েছে। খোদ মনরেগার অডিটেই উঠে এসেছে এই তথ্য। অথচ, টাকা বন্ধ করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের। ২০২২ সালের মাঝামাঝি এরাজ্যে প্রতিনিধি দল পাঠিয়ে চার জেলায় মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকার অপব্যবহারের অভিযোগ তুলেছিল নয়াদিল্লি। ইতিমধ্যে ১ কোটি ৬৭ লক্ষ টাকা উদ্ধার করেছে রাজ্য। বাকি অর্থ উদ্ধারের জন্য কেন্দ্র এবার চাপ বাড়িয়েছে বলে খবর।

যদিও মোদী সরকার দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় বিকল্প উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মশ্রী প্রকল্প চালু করে ইতিমধ্যে রাজ্যের ৫৯ লক্ষ জবকার্ড হোল্ডারের বকেয়া মেটানো হয়েছে। তার মধ্যেই মোদি সরকারের এই নয়া চিঠি ফের উস্কে দিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। কারণ, গুজরাত সহ অন্যান্য রাজ্যে মনরেগার টাকা অপব্যবহারের পাহাড়প্রমাণ অভিযোগ থাকলেও তাদের বরাদ্দ বন্ধ হয়নি। কিন্তু সাড়ে তিন কোটি টাকার কাঁটায় বিগত আড়াই বছর ধরে বিদ্ধ বাংলার মানুষ। এর জেরেই ১০০ দিনের কাজে এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলেই মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার অবশ্য রাজ্যের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এব্যাপারে যথাযথ কারণ দেখিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে। কিন্তু, রাজনৈতিক কারণে টাকা আটকে রাখতে চাইলে কোনও যুক্তিই সঠিক বলে মনে হয় না। বিজেপি শাসিত রাজ্যেও তো আরও অনেক বেশি টাকা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তাহলে ওরা বরাদ্দ পাচ্ছে কি করে? যাই হোক ওরা যখন কোনও যুক্তিই মানতে চাইছে না, তখন আমরা পুরো টাকা উদ্ধার করে ওদের এই শর্তও পূরণ করব। তারপর দেখব টাকা আটকে রাখতে ওরা আর নতুন কী কী ফিকির খোঁজে!’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #100 days Work, #conditions

আরো দেখুন